Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উপজেলা সমবায় অফিস, বীরগঞ্জ, দিনাজপুর স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সমবায় অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ে একটি সরকারী প্রতিষ্ঠান। সমবায় সমিতি একটি নিবন্ধনকৃত এবং গণতান্ত্রিক শৃঙ্খলায় পরিচালিত সংবিধিবদ্ধ (Body Corporate) অর্থনৈতিক সংগঠন যার সামাজিক সম্পৃক্ততা রয়েছে। অফিসটি উপজেলা পরিষদ, বীরগঞ্জ, দিনাজপুর অভ্যন্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের নিচে দ্বিতল বিশিষ্ট ভবনের নীচতলায় অবস্থিত।

একনজরে বীরগঞ্জ উপজেলার তথ্যঃ

নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা কেন্দ্রীয় সহঃ ১৮৬টি।

*কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ০২টি।

* বহুমুখী সমবায় সমিতি লিঃ ০৭টি।

* সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ০৬টি।

* মৎস্যজীবি/মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ ১৫টি।

* মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ ০১টি।

* যুব সমবায় সমিতি লিঃ ০৮টি।

* পানিব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ০৩টি।

* ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ০২টি।

* মহিলা সমবায় সমিতি লিঃ ০২টি।

* কৃষি সমবায় সমিতি লিঃ ১১টি।

* সিআইজি (কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ) সমবায় সমিতি লিঃ৬৪টি।

* সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ০৪টি।

* উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ ০৪টি।

* আশ্রয়ন আবাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ ২৪টি

* ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী সমবায় সমিতি লিঃ ১০টি।

* ইউসিএমপিএস সমবায় সমিতি লিঃ ১৯টি।

* কালব (ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ) ০৩টি।

২০২১-২০২২খ্রিঃ অর্থবছরের অডিটযোগ্য সমবায় সমিতির সংখ্যাঃ ১৫৪টি।

২০২১-২০২২ অর্থবছরের অডিট ফি আদায়ঃ ৭১,১৭০/-টাকা ও ১৫%ভ্যাট আদায়ঃ ১০,৬৮৭/-টাকা।

২০২১-২০২২ অর্থবছরের সমবায় উন্নয়ন তহবিল(সিডিএফ) আদায়ঃ ৭৩৮৮৪/-টাকা।

২০২২-২০২৩অর্থবছরের নিবন্ধন ফি আদায়-৯০০/-টাকা।